প্রচ্ছদ ›› খেলা

জয়ের জন্য টাইগারদের আরও ৪৭১ রান প্রয়োজন

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ১৮:৪৭:০১ | আপডেট: ২ years আগে
জয়ের জন্য টাইগারদের আরও ৪৭১ রান প্রয়োজন

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে রেকর্ড রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে টিম বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ৪৭১ রান, হাতে রয়েছে ১০ উইকেট।

বাংলাদেশের হয়ে শনিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে নামবেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ২৫ রানে শান্ত, ১৭ রানে নামবেন জাকির।

আজ শেষ সেশনে সেঞ্চুরি করেছেন ভারতের শুভমান গিল। মেহেদী মিরাজের বলে ১১০ রান করে ফিরে যান তিনি। এরপর চেতেশ্বর পূজারাও সেঞ্চুরি তুলে নেন।

১৩০ বলে ক্যারিয়ারের দ্রুততম টেস্ট সেঞ্চুরি তুলে নেন পূজারা। টপ অর্ডার এই ব্যাটারের ১৯তম টেস্ট সেঞ্চুরি এটি। সেঞ্চুরি শটে পূজারার রান দাঁড়ায় ১০২*, এরপরই ইনিংস ঘোষণা করে ভারতীয় দল। অন্যপ্রান্তে ১৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেছেন খালেদ আহমেদ এবং তাইজুলল ইসলাম। এছাড়া পিঠের ব্যথায় দ্বিতীয় দিনও বল করেননি সাকিব আল হাসান। এছাড়া পিঠের ব্যাথার কারণে পেসার এবাদত হোসেনও বোলিং করেননি।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভারত থামে ৪০৪ রানে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। কিন্তু বাংলাদেশকে ফলোঅন না করিয়ে নিজেরাই নামে ব্যাটিংয়ে ভারত।