প্রচ্ছদ ›› খেলা

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৪১ রান

নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২১ ২১:৪৯:৪১ | আপডেট: ৩ years আগে
জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৪১ রান

টস হারলেও ব্যাটিং পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক। কিন্তু তার সন্তুষ্টিকে কিছুক্ষণের জন্য অসন্তুষ্টিতে পরিণত করেছিলেন বাংলাদেশি বোলাররা। ম্যাচের শুরুতে সাকিব-মাহেদিদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে রান তুলতে রীতিমতো ধুকেছেন স্কটিশ ব্যাটসম্যানরা। তবে শেষদিকে ক্রিস্টফার গ্রীভসের ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহই পেয়েছে স্কটিশরা।

নির্ধারিত ২০ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ১৪০ রান। জয় দিয়ে নিজদের প্রথম ম্যাচ রাঙাতে বাংলাদেশের প্রয়োজন ১৪১ রান।

রোববার ওমানের আল-আমেরাত স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও আশানুরূপ হয়নি স্কটিশদের। তিন পেসারের ত্রিমুখী আক্রমণে রান তুলতে বেগ পেতে হয় দুই ওপেনারের। প্রথম তিন ওভার থেকে আসে মাত্র ৭ রান।

এরই মধ্যে তৃতীয় ওভারে স্কটিশ শিবিরে আঘান হানেন সাইফউদ্দিন। নিজের প্রথম ওভারেই অধিনায়ক কাইল কোয়াটেজারকে সাজঘরে পাঠান ডানহাতি এই পেসার।

পাওয়ার প্লের পরের তিন ওভার থেকে অবশ্য কোনো উইকেট না হারিয়ে ৩২ রান আদায় করে নেন জর্জ মুন্সি ও ম্যাথিউ ক্রস। পাওয়ার প্লে শেষে স্কটিশদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩৯ রান।

পাওয়ার প্লে শেষে দুই স্পিনার সাকিব আল হাসান ও মাহেদি হাসানকে আক্রমণে আনেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাতেই রানের চাকায় লাগাম টানার পাশাপাশি মিলতে থাকে উইকেটের দেখাও। নিজেদের স্পেলে এই দুই স্পিনার মিলে আদায় করেন নেন প্রতিপক্ষে ৫ উইকেট।

এর মধ্যে অষ্টম ওভারে জোড়া উইকেট তুলে নেন মাহেদি। নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান খরচ করে জর্জ মুন্সি (২৯) ও ম্যাথিউ ক্রসকে (১১) সাজঘরে পাঠান ডানহাতি এই স্পিনার। দুজন সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

দশ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৫১ রান। এর মধ্যে ৩৬ বল ডট আদায় করে নেন বাংলাদেশি বোলাররা।

১১তম ওভারে শিকারির ভূমিকায় অবতীর্ণ হন সাকিব। নিজের তৃতীয় ওভারে মাত্র ১ রানের বিনিময়ে প্রতিপক্ষের জোড়া উইকেট তুলে নেন বাঁহাতি এই স্পিনার।

এদিকে ১১ ওভারের মধ্যে টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারিয়ে আরও বিপাকে পড়ে স্কটিশরা। ধাক্কা কাটিয়ে ওঠার আগেই স্কটল্যান্ডের শিবিরে ফের আঘাত হানেন মাহেদি হাসান। ক্যালাম ম্যাকলিওডকে নিজের তৃতীয় শিকারে পরিণত করে সাজঘরে পাঠান তিনি।

৫৩ রানে ৬ উইকেট হারানো দলের হাল ধরেন ক্রিস্টফার গ্রীভস ও মার্ক ওয়াট। সপ্তম উইকেটে দুজন মিলে গড়েন ৫১ রানের জুটি। এই জুটিতে দলীয় সংগ্রহ ১০০ পেরোয় স্কটল্যান্ড। তবে ওয়াটকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাসকিন।

১৮তম ওভারের দ্বিতীয় বলে সৌম্য সরকারের তালুবন্দী হওয়ার আগে ওয়াটের ব্যাট থেকে আসে ২২ রান। ওয়াট ফিরলেও উইকেটের অপরপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন গ্রীভস। তাকে ৪৫ রানে থামান মুস্তাফিজ। ইনিংসের শেষ ওভারে সাকিবের ক্যাচে পরিণত হন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে আউট হওয়ার আগে ২৮ বলে চারটি চার ও দুই ছক্কায় স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি।

শেষদিকে ২ বলে সাফিয়ান শরীফের ৮ এবং ৫ বলে জস ডেভির ৮ রানে ১৪০ রানে থামে স্কটিশদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট নেন মাহেদি হাসান। ১৭ রানে সাকিব নেন ২ উইকেট। ৪ ওভারে এক মেডেনসহ ৩২ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।