প্রচ্ছদ ›› খেলা

জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৯৮

ক্রীড়া ডেস্ক
০২ এপ্রিল ২০২২ ২০:৪৬:০৭ | আপডেট: ৩ years আগে
জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৯৮

সাউথ আফ্রিকার ডারবান টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হলো বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৬৭ রান। ফলে প্রথম ইনিংসে ৬৯ রানে লিড পায় স্বাগতিরা।

শনিবার সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৯৮ রান তুলেছিলো বাংলাদেশ।

৪৪ নিয়ে তৃতীয় দিন খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান ব্যাটসম্যান জয়। শেষ পর্যন্ত ১৩৭ রানে আউট হওয়ার আগে ৩২৬ বল খেলে ১৫টি চার ও ২টি ছক্কা মারেন জয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোন বাংলাদেশি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।

এছাড়া লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ৩৮, মেহেদি হাসান মিরাজ ২৯, ইয়াসির আলি ২২ রান করেন। দক্ষিণ আফ্রিকার সিমোন হার্মার ৪টি ও লিজাড উইলিয়ামস ৩টি উইকেট নেন। সূত্র-বাসস।