প্রচ্ছদ ›› খেলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২২ ১২:২৭:৫১ | আপডেট: ২ years আগে
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এএফপি ছবি

টানা তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগাররা। প্রথম দুই ওয়ানডেতে টস জেতার পাশাপাশি ম্যাচও জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিতের পর এবার হোয়াইটওয়াশের মিশনেও টস ভাগ্য পক্ষে এলো স্বাগতিকদের।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে এনেছে দুই বদল।

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বদলে একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। চোট পাওয়ায় আগের দুই ম্যাচ খেলতে পারেননি এই পেসার। টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলানো হচ্ছে ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে। বাংলাদেশ একাদশে আছেন তিন পেসার ও বিশেষজ্ঞ দুই স্পিনার।

রোহিত শর্মা, দীপক চাহার ছিটকে যাওয়ায় ভারত একাদশে বদল অনুমিত ছিল। লোকেশ রাহুলের নেতৃত্বে খেলতে নামা দলটিতে একাদশে এসেছেন ইশান কিশান। রাখা হয়েছে বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ যাদবকে। 

বাংলাদেশ একাদশ- লিটন দাস, এনামুল হক বিজয়, ইয়াসির আলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।

ভারত একাদশ- শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।