অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চার ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
শনিবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। এর আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করা টাইগারদের চোখ এখন অজিদের দিকে।
অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদকে অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তন আছে দুটি। একাদশে ফিরেছেন অ্যান্ড্রু টাই ও মিচেল সোয়েপসন।
বাংলাদেশের একাদশ:
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ:
অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডেরমট, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড ও অ্যান্ড্রু টাই।