প্রচ্ছদ ›› খেলা

টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২১ ১৭:৪৮:৫৩ | আপডেট: ৩ years আগে
টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করছে টাইগাররা।

প্রথম ম্যাচ সফরকারী দলের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পায় স্বাগতিকরা। ফলে আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার সুযোগ থাকছে দুই দলের সামনে।

হারারে স্পোর্টস ক্লাবে টানা তৃতীয়বার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের একাদশে নতুন যোগ হয়েছে নাসুম আহমেদ। বাঁহাতি এ স্পিনারকে জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে মাহেদি হাসানকে। 

বাংলাদেশের একাদশ: নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, শামীম পাটোয়ারি, নুরুল হাসান, আফিফ হোসেন, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাবভা, টাডিওয়ানাশে মারুমানি, মিল্টন শুম্বা, ডিওন মায়ার্স, ওয়েসলি মাদেভেরে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙ্গওয়ে, টেন্ডাই চাটারা ও ব্লেসিং মুজারাবানি।