প্রচ্ছদ ›› খেলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২১ ১৪:০২:৫২ | আপডেট: ৩ years আগে
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচ ১৫৫ রানের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে বাংলাদেশ।

হারারেতে সিরিজ জয়ের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে বাংলাদেশ। হালকা চোট নিয়ে খেলছেন অধিনায়ক তামিম ইকবাল ও ওপেনার লিটন দাস।

জিম্বাবুয়ে একাদশে পরিবর্তন আছে দুটি। রায়ান বার্ল ও টিমাইসেন মারুমার বদলে একাদশে এসেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা ও টিনাশে কামুনহুকোয়ামে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:টিনাশে কামুনহুকোয়ামে, টাডিওয়ানাশে মারুমানি, রেজিস চাকাবভা, ব্রেন্ডন টেইলর, ডিও মায়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, লুক জঙ্গওয়ে, টেন্ডাই চাটারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।