প্রচ্ছদ ›› খেলা

টসে জিতে ফিল্ডিংয়ে নামিবিয়া

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২১ ১৬:৪৪:৪৬ | আপডেট: ৩ years আগে
টসে জিতে ফিল্ডিংয়ে নামিবিয়া
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস

নেদারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে নামিবিয়া। নিজেদের প্রথম ম্যাচ হারায় বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই দুই দলেরই।

বুধবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস।

আগের ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে নামিবিয়া। পিকি ইয়া ফ্রান্সের পরিবর্তে দলে ফিরেছেন মাইকেল ফন লিঙ্গেন। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নেদারল্যান্ড। আগের দিনের বেন কুপার, ব্রেন্ডন গ্লোভারকে একাদশের বাইরে রাখা হয়েছে।

নামিবিয়া একাদশ:
স্টিভেন বার্ড, জেনে গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গারহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইসে, জে জে স্মিট, মাইকেল ফন লিঙ্গেন, জ্যান ফ্রাইলিংক, জান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কুলজ।

নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক ও'দাউদ, স্টিফেন মাইবার্গ, ব্যাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট অ্যাডওয়ার্ডস, রওলফ ফন ডার মারউই, পিটার সিলার (অধিনায়ক), লগান ফন বিক, টিম ফন ডার গাটেন, ফ্রেড ক্লাসেন।