প্রচ্ছদ ›› খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৬ আগস্ট ২০২১ ১৯:৫৬:২৯ | আপডেট: ৩ years আগে
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অপরিবর্তি একাদশ নিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।

তবে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামলো অস্ট্রেলিয়া। দলে মিচেল স্টার্কের জায়গায় সুযোগ পেয়েছেন নাথান এলিস। এছাড়া জশ ফিলিপের পরিবর্তে ফিরেছেন বেন ম্যাকডেরমট এবং অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে ড্যান ক্রিশ্চিয়ান।

বাংলাদেশের একাদশ :

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ :

অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডেরমট, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, নাথান ইলিস, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।