পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
এছাড়াও এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ জার্সিতে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি খেলছেন প্রথমবার। ডানহাতি এই ব্যাটসম্যানের অভিষেক হল নিজ শহরে।
বাংলাদেশ একাদশ : মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি রাহী, এবাদত হোসেন ও সাইফ হাসান।
পাকিস্তানের টেস্ট দল : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, রিজওয়ান (উইকেট রক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি।