আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দলের সঙ্গে না থাকলেও এ ম্যাচে মাঠে নামছেন মুশফিকুর রহিম।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।
ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলি রাব্বিকে বিশ্রাম দেয়া হয়েছে এ ম্যাচে। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন মুশফিক।
এ ম্যাচে ব্যাট করতে নামলেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম।
সিরিজের শেষ ম্যাচে জয় পেলে আফগানিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ের আটে উঠে আসবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাঈম শেখ, আফিফ হোসেন, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।