প্রচ্ছদ ›› খেলা

টি-টোয়েন্টি সিরিজেও হার টাইগারদের

ক্রীড়া ডেস্ক
০৮ জুলাই ২০২২ ১৫:৩৭:৫৪ | আপডেট: ২ years আগে
টি-টোয়েন্টি সিরিজেও হার টাইগারদের

অধিনায়ক নিকোলাস পুরান ও ওপেনার কাইল মায়ার্সের ব্যাটিং নৈপুণ্যে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর সিরিজ সেরা হয়েছেন মারকুটে নিকোলাস পুরান।

বৃহস্পতিবার রাতে গায়ানায় অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে হারের মধ্য দিয়ে সিরিজ শেষ করে টাইগাররা। আর সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

আফিফ হাসানের অর্ধশতক ও লিটন দাসের ৪৯ রানের সুবাধে ১৬৩ স্কোর করে বাংলাদেশ। এছাড়াও এনামুল হক ১০, সাকিব আল হাসান ৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ২২ রান।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান মাত্র ৩৯ বলে পাঁচ চার ও পাঁচ ছক্কায় ৭৪ রান করেন এবং ফিফটি করেন কাইল মায়ার্স। যা দলটির সহজ জয় নিশ্চিত করে।

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ চার ওভারে ৪৪ রান দিয়ে দুটি উইকেট নেন এবং মেহেদী হাসান, সাকিব আল হাসান ও আফিফ হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু দেখাতে পারেনি টাইগাররা। ক্যারিবীয়দের বিপক্ষে হারে মাহমুদুল্লাহ-সাকিবরা।

আগামী ১০ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।