আইসিসির সর্বশেষ হালনাগাদে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে টি-টোয়েন্টিতে আবারও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব আল হাসান।
নিউজিল্যান্ড সিরিজের পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারান সাকিব। কিন্তু বর্তমান পারফরম্যান্সের কারণে আবারও শীর্ষে উঠলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হারে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট হাতে ২০ রান ও বল হাতে ১৭ রান খরচায় দুই উইকেট নেন তিনি।