ইনজুরির কারণে ভারতের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না এ ফাস্ট বোলারের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এমনটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই।
নাম প্রকাশ না করা শর্তে বিসিসিআইয়ের সূত্র পিটিআই'কে বলছে, ‘বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছেন না। তার কাঁধে গুরুতর সমস্যা তৈরি হয়েছে। স্ট্রেস ফ্যাকচারে ভুগছেন তিনি এবং তিনি হয়তো ৬ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন।’
যদিও এ বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
এদিকে কাঁধের সমস্যার কারণে এশিয়া কাপও খেলতে পারেননি বুমরাহ। পরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন চালিয়ে যান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে শেষ দুটি টি-টোয়েন্টি খেলেছেন।