প্রচ্ছদ ›› খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১ ১৪:১০:৪৫ | আপডেট: ৩ years আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

আর মাত্র কয়েক ঘণ্টা পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ দল। এর আগেই বড় খবর দিলেন তামিম ইকবাল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশসেরা এই ওপেনার।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তামিম।

এসময় জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক জানান, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘ছোট্ট একটা ঘোষণা ছিল। কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পিছনে ব্যাখ্যাও দিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার। তবে টি-টোয়েন্টি থেকে এখনই অবসরে যাচ্ছেন না বলেও জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফিরতে এখনো পুনবার্সন প্রক্রিয়া চলছে তামিমের। হাঁটুর চোটে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি বাঁহাতি এই ওপেনার।

বুধবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মাঠের বাইরে রয়েছেন তিনি। গত বছরের মার্চ থেকে জাতীয় দলের হয়ে কোনো টি-টোয়েন্টিই খেলেননি তামিম। 

তামিমের বিশ্বাস, বিশ্বকাপের আগেই হাঁটুর চোট কাটিয়ে উঠবেন তিনি। চোট কাটিয়ে ফিরলে হয়তো তাকে বিশ্বকাপ দলের জন্যও বিবেচনা করা হবে। কিন্তু চোট কাটিয়ে উঠলেও বিশ্বকাপ দলের জন্য নিজেকে উপযুক্ত মনে করছেন না তিনি।

তামিম বলেন, ‘একটা বড় কারণ, গেম টাইম। বেশ কিছুদিন ধরে খেলছি না এই ফরম্যাটে। দ্বিতীয়ত, ইনজুরি। যদিও ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা। কারণ আমি আশা করি যে বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’

ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘যে জিনিসটা আমার কাছে প্রধান মনে হয়, এই সিদ্ধান্ত নিতে যে ব্যাপারটা বড় ভূমিকা রেখেছে সেটি হলো-যেহেতু আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলিনি, এই সময়টাতে আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না এটা ফেয়ার হবে তাদের প্রতি, যদি আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা আমি নিয়ে নেই।’

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বোর্ডের পরিকল্পনায় ছিলেন তামিম। বাঁহাতি এই ওপেনার নিজেও সেটা আঁচ করতে পেরেছিলেন। কিন্তু এ ব্যাপারটি তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি।

তার ভাষ্য, ‘সম্ভবত আমি বিশ্বকাপ দলে থাকতাম, এটা আমি জানি না। এটা আমি মনে করি, হয়তো থাকতাম। আমার কাছে মনে হয় না, এটা ফেয়ার হতো। এজন্য আমি বোর্ড প্রধান ও প্রধান নির্বাচক, দুজনকেই আমার বার্তা জানিয়ে দিয়েছি। এই বিশ্বকাপে আপনারা আমাকে দেখবেন না। তবে আমি এতটুকুই বলতে পারি, এই সিরিজ ও বিশ্বকাপের জন্য দলকে আমি সর্বোচ্চ শুভ কামনা জানাই।’

বিশ্বকাপে না খেললেও টি-টোয়েন্টি থেকে যে অবসর নিচ্ছেন না, সেটাও পরিষ্কার করেছেন তামিম। তিনি বলেন, ‘আবারও পরিষ্কার করে দিই, আমি অবসর নিচ্ছি না। কিন্তু এই বিশ্বকাপে আমার খেলা হবে না। আমার মনে হয়, তরুণ যারা ওপেন করছেন বিশ্বকাপে, ওদের সুযোগ পাওয়া উচিত। কারণ, ওরা গত ১৫-১৬ ম্যাচ ধরে খেলছে। ওদের প্রস্তুতি হয়তো আমার চেয়ে ভালো থাকবে।’