নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে শনিবার হোবার্ট পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
তাসমানিয়ার রাজধানী শহরে অনুষ্ঠেয় বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচটি অবধারিতভাবে বৃষ্টি হুমকির মুখে রয়েছে। তারপরও হারের বৃত্তে থাকা বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায়।
এ বছর ১৮টি ম্যাচ খেলে মাত্র ছয়টিতে জিতেছে বাংলাদেশ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২৭টি ম্যাচ খেলে ২০টিতেই হেরেছে টাইগাররা।
সর্বশেষ চার ম্যাচে হারের লজ্জা নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।