ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত সূচি অনুযায়ী, ১ অক্টোবর জাতীয় দলের স্পন্সর প্রতিষ্ঠান দারাজের সাথে একটি ভিডিও শুট দিয়ে বিশ্বকাপ যাত্রার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।
এরপর কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল। পরদিন (২ অক্টোবর) ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে।
মাস্কাটে পৌঁছানোর পর একদিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর টানা চারদিন অনুশীলন করবে তারা।
এরপরে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে তারা। সেখানে পৌঁছে একদিন কোয়ারেন্টাইনে থাকার পরদিন অনুশীলন করবে টাইগাররা।
এরপর ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ শেষে আবারো ওমানে ফিরবে বাংলাদেশ। সেখানে ফিরে বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। বাছাই পর্বে বাংলাদেশ দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনি।
আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ১৯ ও ২১ অক্টোবর পরের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ওমান ও পাপুয়া নিউগিনি।