প্রচ্ছদ ›› খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:১০:৫৯ | আপডেট: ২ years আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?
সংগৃহীত

আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১০০ টাকা হিসেবে) ১৬ কোটি টাকা।

ক্রিকেটের নিয়ন্ত্রক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করেছে।

সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানির পরিমাণ ৫.৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকার কিছু বেশি। গত আসরেও সমপরিমাণ প্রাইজমানি দিয়েছে আইসিসি।

অষ্টম আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা।

রানার্স-আপ দল পাবে চ্যাম্পিয়নের চেয়ে অর্ধেক, ৮ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা।

৪৫ ম্যাচের এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠা চার দলের মধ্যে হেরে যাওয়া দুই দল পাবে ৪ লাখ ডলার করে। অর্থাৎ প্রায় ৪ কোটি টাকা।