টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। ১৭ অক্টোবর শুরু হবে ব্যাট-বলে এ মহাযজ্ঞ। প্রথম দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ।
মঙ্গলবার এ সময় সূচি প্রকাশ করা হয়েছে।
১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে স্বাগতিক ওমানের বিপক্ষে। বাংলাদেশের তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে।
বাছাইপর্বের সবগুলো ম্যাচ হবে ওমানে।
২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে মূল পর্বের খেলা। দুটি ম্যাচ থাকছে সুপার টুয়েলভের প্রথম দিন।
আবুধাবিতে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। আর দুবাইয়ে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
১০ নভেম্বর আবুধাবিতে হবে প্রথম সেমিফাইনাল। ১১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল হবে দুবাইয়ে।
১৪ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে দুবাইয়ে।