প্রচ্ছদ ›› খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩ ১২:২৮:৩৭ | আপডেট: ২ years আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা ভারতের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। পুরনো ছবি

আগামী ৭ জুন এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু। ইংল্যান্ডের ওভালে ভারতের প্রতিপক্ষে অস্ট্রেলিয়া।  মঙ্গলবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের এই দলে দীর্ঘদিন পর ফিরেছেন অজিঙ্কা রাহানে। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব রয়েছেন লোকেশ রাহুলও।

ভারতীয় দলে ওপেনার হিসাবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করার জন্য রয়েছেন চেতশ্বর পুজারা। চারে নামবেন বিরাট কোহলি। রাহানে দলে ফেরায় মনে করা হচ্ছে পাঁচ নম্বরে দেখা যাবে তাকে। উইকেটরক্ষক হিসেবে আছেন শ্রীকর ভারত।

দলে রয়েছেন তিন স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। আর ৫ পেসার নিয়ে স্কোয়াড। তারা হলেন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।