করোনা মহামারির মধ্যেই টোকিওতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস-২০২০। এ কারণে প্রায় দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। পুরো টোকিওজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
এতকিছুর পরেও অলিম্পিকের গেমস ভিলেজে করোনা হানা দিয়েছে। টোকিওতে চলমান অলিম্পিকের এবারের আসরের সঙ্গে সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে।
রোববার আয়োজকদের বরাত দিয়ে সিএনএন'র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন।
করোনা আক্রান্ত ১৩৭ জনের মধ্যে ২৬ জন অ্যাথলেট। তার মধ্যে বর্তমানে জাপানে অবস্থান করছেন ১৩ জন। জাপান ছেড়ে গেছেন ১২ জন। আর একজনের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাকি ১১১ জন অলিম্পিকের এবারের আসরের আয়োজক, সংগঠক, কোচ ও কর্মকর্তা বলে জানা গেছে।
এদিকে অলিম্পিক গেমসের দ্বিতীয় দিন রোববার টোকিও শহরে নতুন করে ১ হাজার ৭৬৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এর আগে গত সপ্তাহের রোববার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮ জন।