প্রচ্ছদ ›› খেলা

ডারবানের প্রথম টেস্টে হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২২ ১৫:২৫:১৫ | আপডেট: ৩ years আগে
ডারবানের প্রথম টেস্টে হারলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানে অলআউট হয়েছে টাইগাররা।

ডারবানে দু’দলের মধ্যকার প্রথম টেস্টে প্রোটিয়ারা ২২০ রানে জিতেছে। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন স্বাগতিকরা।

সোমবার ডারবানের কিংসমেডে পঞ্চম দিনের খেলায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল টাইগাররা।

আজ পঞ্চম দিনে প্রোটিয়া বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। মাত্র দলীয় ৫৩ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। কেশভ মহারাজের ভয়ঙ্কর ঘূর্ণিতে একটা সময় ৩৩ রানেই চলে গিয়েছিল ৭ উইকেট।

আগের দিন বড় ধাক্কা খেলেও অনেক আশা নিয়ে পঞ্চম দিনে খেলতে নেমেছিল বাংলাদেশে। শেষ দিন মাত্র ১৩ ওভার খেলতে পারল বাংলাদেশ। উইকেটে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার সেই অভিজ্ঞতা টিকলো মাত্র পাঁচ বলে। দিনের প্রথম ওভারেই দলকে বিপর্যয়ে রেখে শূন্য করে ফিরলেন মুশফিক।

কেশভ মহারাজের ডেলিভারি প্যাডে লাগলে আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মুশফিক রিভিউ নিয়েছিলেন। কিন্তু দেখা যায়, বল পরিষ্কার উইকেটে আঘাত হেনেছে।

প্রথম দিকে বাংলাদেশের রান ৫০ পার হবে কিনা, সেই শঙ্কাই জেগেছিল। নাজমুল হোসেন শান্ত একটা প্রান্ত ধরে কিছুটা লজ্জা দূর করলেন। তবে ৫০ হতেই ভরসা হয়ে থাকা শান্তও আউট হয়ে গেলেন। হারমারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন শান্ত। ৫২ বলে ১টি করে চার-ছক্কায় তিনি করেন ২৬ রান।

কেশভ মহারাজ ৩২ রানে ৭ উইকেট, হারমার ২১ রানে নেন বাকি ৩ উইকেট। এই ২ বোলার মিলেই শেষ করে দিয়েছেন বাংলাদেশের ইনিংস।