ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে রেডিও টুডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলো দ্য বিজনেস পোস্ট।
বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর পল্টনে আউটার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে ৫২ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে যাবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় `ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২১' শুরু হয়েছে বুধবার থেকে। পল্টনের আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।