প্রচ্ছদ ›› খেলা

ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২১ ২০:০১:৩১ | আপডেট: ৪ years আগে
ঢাকা লিগে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে আবাহনী লিমিটেড। ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ফাইনালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। আর এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ডিপিএলের শিরোপা জিতলো ঐতিহ্যবাহী এ ক্লাবটি।

শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৭ বলে অলক কাপালির ৩৪ রানের ইনিংসে ভর করেও আবাহনীর দেওয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি প্রাইম ব্যাংক।

এদিন ব্যাট হাতে ১৩ বলে ২১ রানের ইনিংস এবং বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আবাহনীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রাইম ব্যাংকের চেয়ে ২ পয়েন্ট বেশি এগিয়ে থেকে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে আবাহনী। এবারের আসরে ১৬ ম্যাচে আবাহনীর অর্জন ২৪ পয়েন্ট। আর ২২ পয়েন্ট নিয়ে এবারের ডিপিএল শেষ করেছে প্রাইম ব্যাংক।

এদিন শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন। কিন্তু মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের বোলিংয়ের সামনে শুরুটা খুব ভালো হয়নি আবাহনীর। মাত্র ১৫ রানেই আবাহনীর দুই ওপেনারকে ফিরিয়ে দেন রুবেল-মুস্তাফিজ।

এরপর তিন নম্বরে নামা লিটন দাসকে অধিনায়ক এনামুল হক বিজয়ের গ্লাভসে বন্দী করে ফেরান নাহিদুল ইসলাম। কিন্তু নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মোসাদ্দেকের ৭০ রানের জুটিতে ছন্দে ফেরে আবাহনী।

ব্যক্তিগত ৪৫ রানে শান্তকে ফেরান রুবেল মিয়া। আর ১৯তম ওভারে মোসাদ্দেককে ৪০ রানে থামান রুবেল। এরপর সাইফউদ্দিনের অপরাজিত ২১ রানের সুবাদে ১৫০ রানের দলীয় সংগ্রহ পায় আবাহনী।

প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে ২ উইকেট নেন রুবেল। এছাড়া একটি করে উইকেট নেন মুস্তাফিজ, নাহিদুল, রুবেল মিয়া ও শরিফুল ইসলাম।

১৫১ রান তাড়া করতে নেমে ৪৬ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারায় প্রাইম ব্যাংক। উইকেটের একপ্রান্ত আগলে রেখে ৪১ রানের ইনিংস খেলেন রুবেল মিয়া। তিনি ফিরে গেলে আবারও দ্রুত উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক।

তবুও প্রাইম ব্যাংকের আশা বাঁচিয়ে রেখেছিলেন অলক কাপালি। জয়ের জন্য শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ৩২ রান। ১৭ বলে কাপালির ৩৪ রানের ঝড়ো ইনিংসের পরেও ১৪২ রানের বেশি করতে পারেনি প্রাইম ব্যাংক।

আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ম্যাচসেরা সাইফউদ্দিন। এছাড়া মেহেদী হাসান রান দুটি এবং আরাফত সানি ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।