প্রচ্ছদ ›› খেলা

ঢাকায় এসে যে বাংলা শব্দ মুখস্থ করেছেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৩ ১১:৪৪:৩৯ | আপডেট: ১০ মাস আগে
ঢাকায় এসে যে বাংলা শব্দ মুখস্থ করেছেন মার্টিনেজ

৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। সাত গোল দিয়ে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে অবিশ্বাস্য কিছু সেভে আর্জেন্টিনার জাল অক্ষত রাখা এমিলিয়ানো মার্তিনেজের অবদানও কম নয়। বিশ্বকাপের সময় তাইতো মেসির সঙ্গে মার্তিনেজকে নিয়েও সমর্থকদের ছিল তুমুল আগ্রহ। বাংলাদেশি সমর্থকেরা তো তার নামই দিয়ে দিয়েছেন বাজ পাখি।

বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক সোমবার ভোরে বাংলাদেশে এসে পৌঁছান। এসেই বাংলাদেশকে নিয়ে ইনস্টাগ্রামে দুইটি স্টোরি শেয়ার করেন মার্তিনেজ। যেখানে গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা একটি ছবিতে ক্যাপশন দেন বাংলাদেশ, পতাকার সঙ্গে দেন ভালোবাসার ইমোজিও। আরেকটি স্টোরিতে তাকে স্বাগতম জানিয়ে তৈরি করা কেকের ছবি দেন। যেখানে লেখা ছিল, ‘ওয়েস্টিন , ঢাকায় স্বাগতম।’

মূলত, মার্তিনেজকে ঢাকায় নিয়ে আসে স্পন্সর ফান্ডেড নেক্সট। প্রতিষ্ঠানটির সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চিফ স্ট্রাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিবের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান মার্তিনেজ।

আব্দুল্লাহ গালিব ফেসবুকে মার্তিনেজকে নিয়ে একটি ভিডিও শেয়ার দিয়েছেন। ভিডিওতে দেখা যায়, এক ভক্ত তাকে প্রিয় রং সম্পর্কে জিজ্ঞেস করছেন। তখন মার্তিনেজের উত্তর, আকাশি এবং সাদা। নিজ দেশ আর্জেন্টিনার পতাকা কিংবা জার্সিও আকাশি-সাদা। তাই তার প্রিয় রং এই দুটো হওয়াও স্বাভাবিক।

আব্দুল্লাহ গালিব এর আগে মার্তিনেজকে নিয়ে আরেকটি পোস্ট দেন। যেখানে লেখেন, ‘এয়ারপোর্ট থেকে গাড়িতে আসার সময় আমি তাকে বলেছিলাম, ‘‘বাংলাদেশের মানুষ তোমাকে বাজ পাখি নামে ডাকে।’’ বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে বারবার এই নামটি বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল।’