প্রচ্ছদ ›› খেলা

তামিম-লিটনে দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০২২ ১৪:৫৯:৩২ | আপডেট: ২ years আগে
তামিম-লিটনে দারুণ শুরু

দারুণ সূচনা এনে দিয়েছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল ও লিটন দাস। দুজনে শুরু থেকে খেলছেন দেখেশুনে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২১ ওভারে বিনা উইকেটে ৯২ রান। তামিম ৪৮ ও লিটন ৩৪ রানে অপরাজিত আছেন।

এর আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। এ ছাড়া নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম , মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।