প্রচ্ছদ ›› খেলা

তামিমকে টপকে ঘরের মাঠে সেরা মুশফিক

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২১ ১৯:১০:৩৩ | আপডেট: ৩ years আগে
তামিমকে টপকে ঘরের মাঠে সেরা মুশফিক

মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে খেই হারাতে বসেছিল বাংলাদেশ। কিন্তু দলকে বিপদে পড়তে দেননি মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। পঞ্চম উইকেটে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বিপাকে পড়া দলকে পথ দেখান এই দুই ব্যাটসম্যান। তাদের ব্যাটে ভর করে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চলমান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৮২ রানে অপরাজিত আছেন মুশফিক। এই ইনিংসটি খেলার পথেই তামিম ইকবালকে পিছনে ফেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

তামিমকে টপকে ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডটি নিজের করে নিয়েছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার।

চট্টগ্রাম টেস্টের আগে ঘরের মাঠে মুশফিকের সংগ্রহ ছিল ২ হাজার ৫৮২ রান। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ৮২ রানের ইনিংসের পর মুশফিকের সংগ্রহ দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৪।

এই রান করার জন্য ৪৪ টেস্টের ৭৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরিও রয়েছে মুশফিকের। গড় ৩৭.৫২।

অন্যদিকে ৩৭ ম্যাচের ৭০ ইনিংসে ৩৭.৯৭ গড়ে তামিমের মোট সংগ্রাহ ২ হাজার ৬২০ রান। বাঁহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি।

তামিমের পর এই তালিকার তৃতীয়স্থানে রয়েছেন সাকিব আল হাসান। ৩৮ ম্যাচের ৬৮ ইনিংসে দুইটি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরিতে ২ হাজার ৫৪৫ রান করেছেন এই তারকা অলরাউন্ডার।

এদিকে মুশফিকের সঙ্গে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথেই লিটন তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। প্রথমদিন শেষে ১১৩ রানে অপরাজিত আছেন ১৯৯ বলে ১০টি চার ও এক ছয়ে সেঞ্চুরি পূর্ণ করা ডানহাতি এই ব্যাটসম্যান।