প্রচ্ছদ ›› খেলা

তামিমের দাপুটে ব্যাটে খুলনার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩ ১৮:০০:০২ | আপডেট: ১ year আগে
তামিমের দাপুটে ব্যাটে খুলনার প্রথম জয়

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে বেশ বিপাকে ছিল খুলনা টাইগার্স। অবশেষে দলের সবচেয়ে সিনিয়র তারকা তামিম ইকবালের ব্যাটে চড়ে জয়ের দেখা পেল দলটি। রংপুর রাইডার্সকে ৯ উইকেটের ব্যবধানে হারাল খুলনা।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা রংপুর মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়। জবাবে ১ উইকেট হারিয়ে ও ১০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় খুলনার। ৫.৩ ওভারে ৪১ রান তোলেন দুই ওপেনার তামিম ইকবাল ও মুনিম শাহরিয়ার। পরে আজমতউল্লাহ শাহরিয়ারের বলে ব্যক্তিগত ২১ রানে বিদায় নেন মুনিম। কিন্তু দারুণ ব্যাট করে ৩৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম।

এরপর তামিম দ্বিতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসানের সঙ্গে ৭৭ বলে ৮৯ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে জয় নিশ্চিত করেন। এই বাঁহাতি তারকা ওপেনার ৪৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন। আর জয় ৪২ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওহাব রিয়াজদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩৮ রান করেন মেহেদী হাসান। ২৫ রান করেন পারভেজ হোসেন ইমন। এছাড়া রাকিবুল হাসান ১২ রান করলেও আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

পেসার ওহাব ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। আমাদ বাট নেন ৩টি উইকেট। এছাড়া নাহিদুল ইসলাম ২টি উইকেট দখল করেন।