প্রচ্ছদ ›› খেলা

তিন বলেই রোহিত-কোহলিকে ফেরালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২ ১৩:২৯:২০ | আপডেট: ১ year আগে
তিন বলেই রোহিত-কোহলিকে ফেরালেন সাকিব
সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশের হয়ে ১৫তম ওয়ানডে অধিনায়ক হিসেবে টস করেন লিটন দাস।

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে শুরুতেই ফিরিয়ে দিয়েছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। এরপর দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটে ঠিকই প্রতিরোধ গড়ছিল ভারত। তবে বল হাতে সাকিব আল হাসান আসতেই আবার বিপদে পড়ে ভারতীয়রা।

এই স্পিনার নিজের দ্বিতীয় বলেই ভারতীয় অধিনায়ক রোহিতকে বোল্ড করে ফিরিয়ে দেন। এর ঠিক দুই বল পরে কোহলিকেও ফেরান সাকিব এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুপুর ১২টায় শুরু হয় ম্যাচটি। শুরু থেকে বাংলাদেশের বোলাররা করে আসছিলেন নিয়ন্ত্রিত বোলিং। ষষ্ঠ ওভারে দলকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ভারতের দলীয় ২৩ রানে শিখর ধাওয়ানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৭ রানে আউট হন ভারতীয় এই ওপেনার।

ইনিংসের দশম ওভারে বিশ্বসেরা অলরাউন্ডারকে আক্রমণে আনেন অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় বলেই ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে রোহিতকে (৩১ বলে ২৭) বোল্ড করেন সাকিব। এক বল বিরতি দিয়ে আরও এক উইকেট সাকিবের।

এবার অবশ্য অবদান বেশি বলতে হবে লিটনের। এক্সট্রা কভারে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য এক ক্যাচ নেন লিটন। কোহলি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না।

বাংলাদেশের একাদশ- লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারতের একাদশ- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দার, শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, কুলদিপ সেন, দিপক চাহার ও মোহাম্মদ সিরাজ।