প্রচ্ছদ ›› খেলা

তুরস্কে পদক জিতল তিন বাংলাদেশি নারী

ক্রীড়া ডেস্ক
১৭ আগস্ট ২০২২ ১৮:৩৩:৪৯ | আপডেট: ২ years আগে
তুরস্কে পদক জিতল তিন বাংলাদেশি নারী

তুরষ্কের কনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে তিন পদক জিতল বাংলাদেশের মেয়েরা। তীরের নিশানায় আর্চারি থেকে একটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামান-এই তিন তীরন্দাজ ছিলেন বাংলাদেশ দলে। অন্যদিকে তুরষ্কের হয়ে অংশ নেন বোস্তান ইয়েসিম, সুজের আইসে বেরা ও ইয়েল্ডির সেভিম।

জানা যায়, দলগত ইভেন্টে স্বাগতিক তুরষ্কের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরে রূপা জিতেছে বাংলাদেশের নারী দল।

মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায় মিলে প্রি-কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে পরাজিত করেন। এরপর শেষ আটে বাংলাদেশ ৫-১ সেটে ইরানকে হারিয়ে উন্নীত হয় সেমিফাইনালে।

ইন্দোনেশিয়ার তীরন্দাজদের তীর ১০ পয়েন্টের বেশি কাছে থাকায় ইন্দোনেশিয়াকে জয়ী ঘোষণা করা হয়। এর ফলে বাংলাদেশ ৪-৫ সেটে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়। ব্রোঞ্জ পদক নিষ্পত্তির ম্যাচে উজবেকিস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ।