প্রচ্ছদ ›› খেলা

তৃতীয় দিনের খেলা শুরু, লিড ৪০০ ছাড়িয়েছে

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৩ ১০:৫১:২০ | আপডেট: ১০ মাস আগে
তৃতীয় দিনের খেলা শুরু, লিড ৪০০ ছাড়িয়েছে

আফগানিস্তানের বিপক্ষে ৩৭০ রানের লিড নিয়ে শুক্রবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। ইতিমধ্যে তা ৪০০ অতিক্রম করে দাঁড়িয়েছে ৪১৩ রানে। শান্ত ও জাকিরের ব‍্যাটে বাড়ছে লিড।

নিজদের প্রথম ইনিংসে ৩৮২ রান করে টিম টাইগার। জবাবে মাত্র ১৪৬ রানে অলআউট হয় আফগানরা। ফলে ২৩৬ রানের লিড পায় টাইগাররা।

দ্বিতীয় দিনে আফগানদের ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগাররা। দলীয় ১৮ রানে ১৩ বলে ১৭ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়।

জয়ের বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হাসান শান্ত। ওপেনার জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তিনি। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার।

দুজনই তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাকির হাসান ৬৯ ও নাজমুল হাসান শান্ত ৮০ রানে অপরাজিত আছেন।

আফগানদের পক্ষে একমাত্র উইকেট নেন আমির হামজা।

হাতে সময় রয়েছে অনেক, লিডও প্রায় আকাশছোঁয়া। তাই কোনো তাড়াহুড়োর পক্ষে নয় বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শুরুর আগে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন, যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চায় তার দল।

তিনি বলেন, ‘যদি আমাদের পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন, আমরা সারা দিন ব্যাটিং করতে পছন্দ করব। যাতে বুঝতে পারি এই ধরনের কন্ডিশনে আমরা কেমন করি। যেহেতু এটি স্রেফ একটি টেস্ট। তো এই মুহূর্তে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।’