পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগেই আশার আলো দেখতে পেলো বাংলাদেশ। রোববার সুপার টুয়েলভের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেলো দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই পরাজয়ে আসরটির সেমিফাইনালে সম্ভাবনা তৈরি হলো বাংলাদেশ আর পাকিস্তানের। যে জিতবে গ্রুপ টু থেকে তারাই শেষ চারে জায়গা করে নেবে।
রোববার অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ৬টা খেলতে নামে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস। যেখানে প্রথমে ব্যাট করা ডাচরা নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে টেম্বা বাভুমার দল। ম্যাচ হারে তারা ১৩ রানে। সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে অজেয় থাকা দক্ষিণ আফ্রিকা টানা দুটি হারে ছিটকে গেলো।
এই হারে ৫ পয়েন্ট নিয়ে প্রায় ছিটকেই গেলো দক্ষিণ আফ্রিকা। ভারত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। সেমিফাইনালে উঠে গেছেন রোহিত শর্মারা। বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারলে উঠে যাবে সেমিফাইনালে। দুই দলই সমান ৪ পয়েন্ট করে নিয়ে তিন ও পাঁচে আছে। নেদারল্যান্ডস একই পয়েন্ট নিয়ে তাদের মাঝে।