নেদারল্যান্ডসের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার জন্য কেবল নিজেদেরকেই দায়ী করা যায় বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার।
রোববার এডিলেডে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে বিস্ময়করভাবে ডাচদের বিপক্ষে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। এর ফলে গ্রুপ ২ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় ভারতের।
নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে হেরে যায় প্রোটিয়ারা। টুর্নামেন্টে নতুন এক বিষ্ময়। প্রোটিয়াদেরকে টুর্নামেন্টের শিরোপা ফেভারিট হিসেবে ভাবা হলেও ডাচদের কাছে এই পরাজয়ে এখন ঘরের পথ ধরতে হবে তাদের। ফলে সাদা বলের বিশ্বকাপে জয়ের অপেক্ষা আরো বেড়ে গেল দক্ষিণ আফ্রিকার।
ম্যাচ শেষে চরম হতাশ বাউচার বলেন, ‘ম্যাচের শুরু দেখলেই বুঝা যায় আমরা দুর্বল ছিলাম। তবে ভালো একটি দল পেয়েছি। আমাদের বিশ্বাস নিজেদের দিনে আমরা যে কোন দলকেই হারাতে পারি। এ কারণেই বলতে চাই টুর্নামেন্ট থেকে এই অবস্থায় বিদায় নেয়াটা দলের জন্য হতাশার। কারণ দল হিসেবে তারা আরো ভালো কিছু আশা করে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদেরকেই দোষারোপ করছি, তবে আমার মনে হয় আমাদের টি-টোয়েন্টি দলটি ভালো অবস্থানে আছে।’