প্রচ্ছদ ›› খেলা

দক্ষিণ এশিয় গেমসে রাগবি অন্তর্ভুক্তির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২২ ১৯:৪২:৪৮ | আপডেট: ১ year আগে
দক্ষিণ এশিয় গেমসে রাগবি অন্তর্ভুক্তির প্রস্তাব

দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি মহাদেশের অন্যান্য অঞ্চলে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে রাগবি। এজন্য আসন্ন দক্ষিণ এশীয় গেমসে (এসএ গেমস) রাগবিকে অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছেন এশিয়া রাগবির সভাপতি কাইস আল-ধালাই।

বুধবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন নেপাল অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব নীলেন্দ্র রাজ শ্রেষ্ঠা ও এশিয়ান রাগবি ফেডারেশনের সভাপতি কাইস আল-ধালাই।

এসময় দক্ষিণ এশিয়া গেমসে রাগবির অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেন তারা।

নিয়ম অনুযায়ী, পাঁচটি অংশগ্রহণকারী দেশ কোন একটি খেলার পক্ষে ভোট দিলে সেই খেলাটি গেমসে অন্তর্ভুক্ত হয়।

বিওএ'র মহাসচিব শাহেদ রেজা বলেন, যে কোন খেলার প্রতিই সহযোগিতাপূর্ণ আচরণ করি আমরা। তবে আরো একটি খেলা গেমসে যুক্ত করা হবে কি হবে না, সেটা আয়োজক হিসেবে পাকিস্তানের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। তবে রাগবি যদি গেমসে অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা অবশ্যই দল পাঠাতে পারি।

এশিয়া রাগবির সভাপতি কাইস বলেছেন, গ্রীষ্মকালীন অলিম্পিকের ২৮টা অনুষদের একটি হচ্ছে রাগবি। বাংলাদেশ রাগবির একটি উদীয়মান বাজার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের রাগবির প্রতি আরো যত্নশীল হওয়া প্রয়োজন কারণ রাগবি অলিম্পিকের অংশ।

এসময় অর্থনৈতিকভাবে এবং কৌশলগত দিক দিয়ে বাংলাদেশের রাগবিকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এশিয়া রাগবির সভাপতি। দক্ষিণ এশিয়া গেমসেই রাগবি অন্তর্ভুক্তির বিষয়ে আশাবাদী তিনি।

২০২৩ সালে পাকিস্তানে দক্ষিণ এশিয়া গেমসের আগামী আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৭ জুন একটি অনলাইন সভার পর গেমসের বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে।