প্রচ্ছদ ›› খেলা

দারুণ শুরুর পর ফিরলেন লিটন-সাকিব

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২১ ১৬:৫৮:৫৩ | আপডেট: ৩ years আগে
দারুণ শুরুর পর ফিরলেন লিটন-সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন লিটন দাস। ওপেনিংয়ের ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে পাওয়ার প্লে চলাকালীন দুজন মিলে সচল রাখেন চাকা। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফেলেন লিটন।

এরপর সাকিব আল হাসান এসেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। দারুণ শুরু করলেও ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটস করতে নেমে প্রথম ৫ ওভারে স্কোরবোর্ডে ৩৮ রান যোগ করেন নাঈম-লিটন। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারেই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন লাহিরু কুমারা।

ষষ্ঠ ওভারের পঞ্চম বলে মিড অফে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান লিটন। আউট হওয়ার আগে লিটনের ব্যাট থেকে আসে ১৬ রান। ১৬ বলে ২টি চারে নিজের ইনিংস সাজান ডানহাতি এই ব্যাটসম্যান।

লিটনের বিদায়ের পর তিন নম্বরে নেমে ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন সাকিব। চরিত আশালাঙ্কাকে দুটি চার মেরে দুর্দান্ত শুরু করেন তিনি। কিন্তু ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি এই অলরাউন্ডার।

অষ্টম ওভারের চতুর্থ বলে চামিকা করুণারত্নের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। আউট হওয়ার আগে ৭ বলে ২ চারে সাকিবের ব্যাট থেকে আসে ১০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। নাঈম ৪০ ও মুশফিক ব্যক্তিগত ৪ রানে অপরাজিত রয়েছেন।