ম্যানচেষ্টার ইউনাইটেডের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো অটিস্টিক শিশু দর্শকের ফোন ভেঙে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে দুঃখ প্রকাশ করে বার্তা দেন রোনালদো।
তিনি লিখেছিলেন, ‘আমাদের উচিত আবেগ সংযত রেখে তরুণদের সামনে উদাহরণ তৈরি করা। আমি আমার এমন প্রতিক্রিয়ার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’
এর আগে গত এপ্রিলে ম্যাচ শেষে রোনালদোর ধাক্কায় ১৪ বছর বয়সী এক অটিস্টিক শিশু দর্শকের ফোন ভেঙে যায়।
জানা যায়, গত মৌসুমে প্রিমিয়ার এক ম্যাচে মুখোমুখি হয়েছিলো এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেড। ঐ ম্যাচে ১-০ গোলে হেরে যায় ইউনাইটেড। ম্যাচ হারের পর ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালদো। ঐ সময় রোনালদোর সাথে সেলফি তোলার চেষ্টা করেন ১৪ বছর বয়সী এক অটিস্টিক ভক্ত। তখন বিরক্ত হয়ে ঐ ভক্তের হাতে ধাক্কা মারেন রোনালদো। ধাক্কায় ভক্তের হাত থেকে মোবাইলটি পড়ে ভেঙ্গে যায়।
এদিকে এ ঘটনার তদন্ত শেষে রোনালদোর ভুল খুঁজে পাওয়ায় মৌখিকভাবে তাকে সর্তক করে দিলো মার্সিসাইড পুলিশ।
এক বিবৃতিতে মার্সিসাইড পুলিশ জানায়, ঐ ঘটনার তদন্ত করে পর্তুগিজ তারকাকে সতর্ক করে দেয়া হয়েছে।
ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটলে রোনালদোর বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেছে মার্সিসাইড পুলিশ।