প্রচ্ছদ ›› খেলা

দুই পরিবর্তন নিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২১ ১৫:৩৬:১১ | আপডেট: ৩ years আগে
দুই পরিবর্তন নিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই হারে খানিকটা ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। টিকে থাকার লড়াইয়েও টস ভাগ্য সহায় হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের।

বুধবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে টসে জয় পান মাহমুদউল্লাহ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে ধরাশয়ী হন সাকিব-মুশফিকরা।

একই চিত্র ওয়েস্ট ইন্ডিজেরও। আসরের প্রথম ম্যাচে ৫৫ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত ভেঙে বের হতে ব্যর্থ হয়েছে ক্যারিবিয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবিয়দের সঙ্গী হয় ৮ উইকেটের পরাজয়।

টুর্নামেন্টের এবারের আসরে সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দুই দলেরই সামনে জয় ভিন্ন কোনো বিকল্প নেই।

বাঁচা-মরার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরিতে পড়ে উইন্ডিজের বিপক্ষে দলে নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তার পরিবর্তে ক্যারিবিয়দের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। এছাড়াও নাসুম আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেজ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন ও রবি রামপল।