প্রচ্ছদ ›› খেলা

দ্বিতীয় ওয়ানডেতেও টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৩ ১৩:৫৫:৪৭ | আপডেট: ১ year আগে
দ্বিতীয় ওয়ানডেতেও টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টাইগারদের সামনে আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপেক্ষ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ের পাঠিয়েছে আয়ারল্যান্ড।

আজ সোমবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

আজও তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) দাপট দেখিয়ে জয় তুলে নিতে চান তামিমরা। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হওয়ায় একাদশে ১টি পরিবর্তন করা হয়েছে। মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে পাঠিয়ে দলে নেয়া হয়েছে হাসান মাহমুদকে।

গত শনিবার সিলেটে প্রথম ওয়ানডেতে উড়ন্ত সূচনা করেন তারা। রেকর্ড জয়ে সিরিজ শুরু করেন স্বাগতিকরা। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও দ্বিতীয় ম্যাচটি জিতে আজই সিরিজ নিশ্চিত করতে চান হাথুরুসিংহের শিষ্যরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা তামিমরা এ ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত করবেন।

সিলেটে প্রথম ওয়ানডেতে রেকর্ড দলীয় সংগ্রহের (৩৩৮/৮) পর রেকর্ড রানে (১৮৩) জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে নৈপুণ্য প্রদর্শন করেন সাকিব আল হাসান (৯৩), তাওহিদ হৃদয় (৯২), মুশফিকুর রহিমরা (৪৪)। এর পর বোলিংয়েও দুর্দান্ত ছিল বাংলাদেশ। এবাদতের ক্যারিয়ারসেরা বোলিং (৪/৪২), তাসকিন, নাসুম, সাকিবদের দারুণ বোলিংয়ে ৩০.৫ ওভারে ১৫৫ রানে আইরিশদের অলআউট করে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, ইয়াসির আলী, নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রেস, লরকান টাকার (উইকেটরক্ষক), গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম।