প্রচ্ছদ ›› খেলা

ধবল ধোলাই এড়াল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৩ ১৮:৩২:০৯ | আপডেট: ৯ মাস আগে
ধবল ধোলাই এড়াল বাংলাদেশের মেয়েরা

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১০২ রানে থামে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় টাইগ্রেসদের।

তবে এই জয়ের পরও সিরিজ রক্ষা করতে পারেনি বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। আর শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল স্বাগতিক বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার সাথী রাণী। ৯ বলে ১০ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে নেমে মাত্র ১ রান করেন দিলারা আক্তার। তবে তৃতীয় উইকেট জুটিতে দলনেতা জ্যোতিকে নিয়ে দলের হাল ধরেন ওপেনার শামীমা সুলতানা। বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ফেরেন ১৪ রানে।

পরের উইকেটে খেলতে নেমে মাত্র ২ রান করতে পারেন স্বর্ণা আক্তার। ৮ বলে ১২ রান করেন সুলতানা খাতুন। এদিকে দলীয় ওপেনার শামীম সুলতানা জয় নিয়ে ফিরতে পারেনি। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শামীমা। পরে নাহিদা ও রিতুমনি মিলে দলের জয় নিশ্চিত করেন। ১০ রানে নাহিদা ও ৭ রানে রিতু অপরাজিত থাকেন।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা হার্মানপ্রিত কৌর। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার শ্রীমতি মান্ধানা ফেরেন ২ বলে ১ রানে। ১৪ বলে ১১ রান করেন আরেক ওপেনার শেফালি বার্মা।

তৃতীয় উইকেট জুটিতে দেখে-শুনে খেলতে থাকেন দলনেতা হার্মানপ্রিত কৌর ও জেমিমা রদ্রিগেজ। এ সময় দুজন মিলে গড়েন ৪৫ রানের জুটি। তাতেই একশর ঘরের দিকে এগোতে থাকে ভারত। ২৬ বলে ২৪ রান করে আউট হয়েছেন জেমিমা। ৪১ বলে ৪০ রান করেন হার্মানপ্রিত কৌর। এছাড়া ইয়াশতিকা বাটিয়া ১২, আমানজোত কৌর ২, পূজা ভাস্ত্রেকার ২, দিপ্তী শর্মা ৪ ও মিন্নু মানি ১ রান করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন সুলতানা খাতুন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন নাহিদা, ফাহিমা ও স্বর্ণা।