প্রচ্ছদ ›› খেলা

নিউজিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩ ১৩:১৩:২৫ | আপডেট: ৪ মাস আগে
নিউজিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

শনিবার (৯ ডিসেম্বর) ঢাকা টেস্টে নিউজিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৪ রানে হোঁচট খেয়েছে, জাকির হাসান করেছেন ৫৯ রান। তবে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ২০ রান অতিক্রম করতে পারেননি।

খারাপ আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩৮ রান। চতুর্থ দিন সকালে তারা বাকি উইকেট হারিয়ে ১০৬ রান যোগ করতে পেরেছেন।

নিউজিল্যান্ডের পক্ষে এজাজ প্যাটেল ৬টি ও মিচেল স্যান্টনার ৩টি উইকেট নেন।

প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ৩৫ ও শাহাদাত হোসেনের ৩১ রানের নেতৃত্বে ১৭২ রান করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস তিনটি করে উইকেট নেন।

জবাবে গ্লেন ফিলিপসের ৮৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ১৮০ রান করে ৮ রানের লিড পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নেন।