দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশে দলের সব সদস্যের করোনা নেগেটিভ এসেছে।
সোমবার জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সব খেলোয়াড় করোনা থেকে মুক্ত হওয়ায় মঙ্গলবার থেকে বাইরে অনুশীলনের অনুমতি পাবেন তারা।
খালেদ মাহমুদ বলেন, ‘আমরা মঙ্গলবার থেকে লিংকন ইউনিভার্সিটির মাঠে অনুশীলন শুরু করব। সেখানে জিমের সুবিধাও পাব। আমাদের এখন টিম হোটেলে যাওয়ার এবং সব স্বাভাবিক কাজ করার অনুমতি দেয়া হয়েছে।’
এছাড়া সব খেলোয়াড় করোনা নেগেটিভ হওয়ায় এই সিরিজ নিয়ে সব শঙ্কাও দূর হয়েছে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, যদি বাংলাদেশি কোনো খেলোয়াড় করোনা পজেটিভ হন এবং নিউজিল্যান্ড কোয়ারেন্টাইনের সময় আরও বাড়ায় তাহলে সিরিজের সূচি পরিবর্তিত হতে পারে।
এটা নিউজিল্যান্ডে টাইগারদের তৃতীয় করোনা পরীক্ষা। এর আগে দুই পরীক্ষায় সব খেলোয়াড় করোনা নেগেটিভ হন। তবে বাংলাদেশি স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজেটিভ হন।
বাইরে অনুশীলনের আগে বাংলাদেশ দলের তিন দিন কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু হেরাথের করোনা পজেটিভ হওয়ায় কোয়ারেন্টাইনের সময় বৃদ্ধি করা হয়।