প্রচ্ছদ ›› খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের স্মরণীয় জয়

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩ ১১:৩০:৩৪ | আপডেট: ৫ মাস আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের স্মরণীয় জয়

২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবারের মতো টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ। আর আজ ঘরের মাঠে প্রথমবারের মতো কিউইদের হারিয়ে আবারও ইতিহাস গড়লো টাইগাররা। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই জয় পেয়ে বাজিমাত করলেন নাজমুল হোসেন শান্ত। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট পেল টাইগাররা।

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া এই টেস্ট দলে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস। নেই অভিজ্ঞ তামিম ইকবালও। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভরাডুবির কারণে সিলেটে ম্যাচ শুরুর আগেই বাংলাদেশের হার দেখছিলেন অনেকেই। তবে দলগত পারফরম্যান্সে শক্তিশালী নিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৮১ রানেই অলআউট হয়েছে কিউইরা। আর বাংলাদেশ ১৫০ রানের বিশাল জয় নিয়ে ইতিহাস গড়লো।

সিলেট টেস্টে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১১৩ রান তুলে নিউজিল্যান্ড। পঞ্চম দিনে ইস সোধিকে নিয়ে মাঠে নামেন ড্যারেল মিচেল। আগের ম্যাচে ৪৪ রানে অপরাজিত থাকা মিচেল আজ তুলে নেন অর্ধশতক। ৬ ‍টি চারের সাহায্যে ৯৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি।

তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি স্পিনার নাঈম হাসান। নাঈমকে উড়িয়ে মারতে গিয়ে স্কোয়ার লেগে তাইজুল ইসলামের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে গেছেন মিচেল। আউট হওয়ার আগে করেছেন ১২০ বলে ৫৮ রান।

ড্যারিল মিচেলের বিদায়ের পর ইস সোধির সঙ্গে জুটি গড়েন টিম সাউদি। এই জুটিকে ভেঙে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। তাইজুলের বলে শর্ট মিড উইকেটে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান টিম সাউদি।

এরপর কিউইদের ইনিংস আর বেশিদূর এগোতে পারেনি। শেষ পর্যন্ত ১৮১ রানেই থামে কিউইরা। বাংলাদেশের হয়ে তাইজুল ৬ টি, নাঈম হাসান ২টি, মেহেদি মিরাজ ও শরিফুল একটি করে শিকার করেন।