প্রচ্ছদ ›› খেলা

নির্বাচনের পর বিপিএল

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৩ ০৯:৪১:১৮ | আপডেট: ১০ মাস আগে
নির্বাচনের পর বিপিএল

জাতীয় নির্বাচনের পর আগামী বিপিএলের আসর আয়োজন করতে চায় বিসিবি। শনিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তারা ১০ জানুয়ারি থেকে বিপিএল শুরু করতে চান।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে পত্র-পত্রিকায়। সে ক্ষেত্রে আমরা ১০ তারিখ বা এর আগে-পরে একটা উপযুক্ত তারিখ দেখে বিপিএল শুরু করব। জানুয়ারিতে শুরু করে আবার ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে; কারণ শ্রীলংকা সিরিজ আছে।’

গত বছরের ১৭ জুলাই বিসিবির পরিচালনা পর্ষদের সভাতে বিপিএলের আগামী তিন আসরের সূচি চূড়ান্ত করেছিল বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘২০২৪ সালের বিপিএল হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।’ তবে জাতীয় নির্বাচনের তারিখ ভাবনায় রেখে বোর্ডকে এখন বিপিএল আয়োজনের পরিকল্পনা সাজাতে হচ্ছে।

মল্লিক বলেন, ‘জাতীয় নির্বাচন যদি আগে হয়ে যায়, তা হলে আগেও করতে পারি। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বিপিএলের উইন্ডো কম থাকে। জাতীয় দলের খেলাটাকে আমরা সর্বাধিক প্রাধান্য দেই। ভালো হতো নভেম্বর-ডিসেম্বরে করতে। কিন্তু ওই সময়ে জাতীয় দলের খেলা আছে।’

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। মল্লিক বলেন, ‘প্লেয়ার্স ড্রাফট চেষ্টা করব সেপ্টেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে শেষ করে ফেলতে, যেন প্রত্যেকটি দল নিজেদের গোছাতে পর্যাপ্ত সময় পায়। সম্ভাব্য যারা ফ্র্যাঞ্চাইজি আছে তাদের আমরা এটা জানিয়ে দিয়েছি।’

বিশ্বকাপ থেকে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর পর নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ব্যস্ত সূচির ফাঁকে জানুয়ারিতে বিপিএল আয়োজন ছাড়া অন্য সময় বের করা কঠিন বলে জানিয়েছেন মল্লিক।