প্রচ্ছদ ›› খেলা

নৌকার বৈঠা পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩ ১৬:৪৫:৪৩ | আপডেট: ১ year আগে
নৌকার বৈঠা পেলেন সাকিব

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনটি আসনে মনোনয়নপত্র কিনেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে নিজ নির্বাচনী আসন মাগুরা-১ থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে তাকে।

আজ রবিবার সাকিবের মনোনয়নের ব্যাপারটি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বর্তমানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। তার বাবা মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন।

প্রসঙ্গত, সাকিব আল হাসান মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন।

দলীয় মনোনয়ন ঘোষণার আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ রবিবার সকালে গণভবনে সভা অনুষ্ঠিত হয়।