প্রচ্ছদ ›› খেলা

পরপর দুই ম্যাচ হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২১ ১৮:৩৩:৩৫ | আপডেট: ৩ years আগে
পরপর দুই ম্যাচ হারলো বাংলাদেশ

বিশ্বকাপের মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচের পরপর দুটিতে হারলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানের হারলো মুশফিকরা। এর আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও জিততে পারেননি লাল সবুজের প্রতিনিধিরা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ছন্নছাড়া বোলিং করেছে টাইগাররা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান করে আয়ারল্যান্ড। জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৪৪ রানে।

এ ম্যাচেও অধিনায়কের দায়িত্বে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠের ইনজুরির কারণে তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচে তাই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন লিটন দাস। প্রথম প্রস্তুতি ম্যাচের মতো এ ম্যাচটিও কোনো টিভিতে দেখায়নি।