অস্ট্রেলিয়ার পরপরই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসময় নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে বিসিবি।
সূচি অনুযায়ী, আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। এরপর আগামী ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।
সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই অজিদের বিপক্ষে ২৩ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এদিকে টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়।
বুধবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।