প্রচ্ছদ ›› খেলা

পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২১ ১৬:৪১:৪৩ | আপডেট: ৩ years আগে
পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। এ ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বেশ ইতিবাচকই দেখা যাচ্ছিল দুই ওপেনার লিটন কুমার দাস ও মোহাম্মদ নাঈমকে। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। সেই চাপ কাটিয়ে ওঠার আগেই বিদায় নেন তিন নম্বরে ব্যাট করতে নামা সাকিব আল হাসান।

ইনিংসের প্রথম ওভারেই মঈন আলীর শেষ দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান লিটন। কিন্তু মঈনের দ্বিতীয় ওভারেই জায়গা বানিয়ে স্লগ সুইপ করতে গিয়ে টপ-এজড হন ডানহাতি এই ব্যাটসম্যান। স্কয়ার লেগে ক্যাচ নিতে ভুল হয়নি লিয়াম লিভিংস্টোনের। আর তাতে ৮ বলে দুই চারে ৯ রান করে সাজঘরে ফিরে যান লিটন। ১৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

পরের বলে আরেক ওপেনার নাঈম শেখকেও ফেরান মঈন আলী। মিড-অনে ক্রিস ওকসের হাতে ধরা পড়েন নাঈম। আউট হওয়ার আগে ৭ বল খেলে ৫ রান করেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা এই ওপেনার।

শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু তাতে বাধা হয়ে দাড়ান ক্রিস ওকস। পাওয়ার প্লের শেষ ওভারে সাকিবকে সাজঘরে পাঠান এই ইংলিশ পেসার। তাতে ২৬ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আদিল রশিদের ক্যাচে পরিণত হওয়ার আগে সাকিবের ব্যাট থেকে আসে ৭ বলে ৪ রান। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৭ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৪২ রান। মুশফিক ১৯ ও মাহমুদউল্লাহ ২ রানে অপরাজিত আছেন।