পর্দা নামছে এশিয়া কাপ ২০২২ এর ১৫তম আসরের। বাংলাদেশ সময় আজ রোববার রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের এবারের শিরোপার জন্য মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
সুপার ফোরের নিয়ম রক্ষার শেষ ম্যাচে কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান ম্যানেজমেন্ট। ফাইনাল ম্যাচে তারা একাদশে ফিরতে পারেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ১. বাবর আজম (অধিনায়ক), ২. মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ৩. ফখর জামান, ৪. ইফতিখার আহমেদ, ৫. খুশদিল শাহ, ৬. শাদাব খান, ৭. আসিফ আলী, ৮. মোহাম্মদ নওয়াজ, ৯. নাসিম শাহ, ১০. হারিস রউফ , ১১. মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা অসিথা ফার্নান্দোকে ফিরিয়ে আনার কথা ভাবতে পারে। তবে শুক্রবারের চমৎকার বোলিং পারফরম্যান্সের কারণে অপরিবর্তিত একাদশের সম্ভাবনাই বেশি।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: ১. কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), ২. পাতুম নিসাঙ্কা, ৩. ধনঞ্জয়া ডি সিলভা, ৪. দানুশকা গুনাতিলাকা, ৫. দাসুন শানাকা (অধিনায়ক), ৬. ভানুকা রাজাপাকসে, ৭. চামিকা করুনারত্নে, ৮. ওয়ানিন্দু হাসরাঙ্গা, ৯. মহীশ তিকশানা, ১০. প্রমোদ মাদুসান, ১১. দিলশান মাদুশঙ্কা।
এবারের আসরে দুই গ্রুপে ছিলো শ্রীলংকা ও পাকিস্তান। নিজ-নিজ গ্রুপে হার দিয়ে এবারের আসর শুরু করে এই দু’দল। ফাইনালের আগে সুপার ফোরে দেখা হয়েছিলো দু’দলের।
ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ ম্যাচে ৫ উইকেটে ম্যাচ জিতেছিল শ্রীলংকা। এবার শ্রীলংকার বিপক্ষে ডাবল প্রতিশোধের পালা পাকিস্তানের। কারণ ২০১৪ সালে ওয়ানডে ফরম্যাটের ফাইনালে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো পাকিস্তান।