চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদিন অনিশ্চিত পাকিস্তান সিরিজেও।
সাইফউদ্দিনের ইনজুরির সম্পর্কে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে তার না খেলার সম্ভাবনাই বেশি। তাকে কমপক্ষে এক মাস বিশ্রামে থাকতে হবে।
সাইফউদ্দিনের ইনজুরি প্রসঙ্গে দেবাশীষ বলেন, তার স্ট্রেস ইনজুরি আছে। এক মাসের বিশ্রামের পর তার রিহ্যাব কার্যক্রম শুরু হবে।
ইনজুরির কারণে টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়েও খেলা হচ্ছে না ২৪ বছর বয়সী এই অলরাউন্ডারের।