প্রচ্ছদ ›› খেলা

পাকিস্তানকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
২০ মে ২০২২ ১৮:০৭:৩৪ | আপডেট: ১ year আগে
পাকিস্তানকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউজিল্যান্ড

নিরাপত্তা হুমকির অজুহাতে পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরেছিলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করে সিরিজ না খেলে দেশে ফেরত যাবার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এবার ক্ষতিপূরণ দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ক্ষতিপূরণে অর্থের অংকটা অবশ্য জানায়নি দু’দশের ক্রিকেট বোর্ডের কেউই।

১৮ বছর পর ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিলো কিউইদের। কিন্তু ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর মাত্র এক ঘণ্টা আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করে দেশে ফিরে যায় কিউইরা

নিউজিল্যান্ড সিরিজের পরই পাকিস্তান সফরের সূচি ছিলো ইংল্যান্ডের নারী ও পুরুষ দলের। নিউজিল্যান্ডের সফর বাতিলের কারণে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ডও। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলো পিসিবি। তাই পিসিবিকে ক্ষতিপূরণ দিচ্ছে এনজেটসি।

শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণই নয়, গত বছরের সিরিজ বাতিল করায় পাঁচ মাসের ব্যবধানে দু’বার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। ২০২২ সালের ডিসেম্বরে এবং ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তান সফর করবে কিউইরা।